mTYgoJMQ53InD94w2dRs81hIq8419eY33tI9XefB
পুস্তিকা-চিহ্ন

সোনালি আলোর প্রতিফলন - নকিল বিল, বহেড়াতৈল

সোনালি আলোর প্রতিফলন - নকিল বিল
আমার তেমন ঘুরতে যাওয়া হয় না।  এই সুন্দর পৃথিবীর ক্ষুদ্র অংশই আমার দৃষ্টিতে এসেছিল।  আজকে যে স্থানে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করছি। সেখানে আমি গিয়েছিলাম এক সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণে। ইদুল-আজাহার পরের দিন।  আকাশে তেমন মেঘ নেই, রৌদ্রকারোজ্জ্বল আকাশ। আমরা ছিলাম তিনজন। ভ্রমণের স্থানে  পৌছানোর পরে একজন আগেই বাড়িতে ফিরে আসে। রৌদ্রকারোজ্জ্বল দিনে বক্তৃতা শোনার মতো ধৈর্য তার ছিলো না। আলোচনা শেষে। মধ্যাহ্ন ভোজনের পর,  আমাদের নৌকা ভ্রমণ শুরু হয়। বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে। অস্তগামী সূর্যের সোনালি আলো বিলের পানিতে প্রতিফলিত হচ্ছে। অপূর্ব  একদৃশ্য।

ইউটিউব ভিডিয়োতে দেখে নিতে পারেন অস্তগামী সূর্যের সোনালি আলোর প্রতিফলন। 


পশ্চিমের খোলা আকাশের শেষ যেখানে, সূর্যের আলো সেখান থেকেই শুরু। আড়াআড়ি ভাবে সে আলো এসে পড়েছে বিলের সচ্ছ জলে।
একটি মন্তব্য পোস্ট করুন

একটি মন্তব্য পোস্ট করুন